পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ কৃষক নিহত

 


কিশোরগঞ্জে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অপর এক কৃষক। আজ রোববার বিকেলে জেলার ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের আফছর উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৬০), শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল (২৮) এবং কুলিয়ারচর উপজেলার হাজারী নগর গ্রামের শফু মিয়ার ছেলে কবির হোসেন (২৫)। 

আর গুরুতর আহত মনিরের (২৫) বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায়। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার উম্মে হাবিবা জুঁই হতাহতের বিষয় নিশ্চিত করেছেন।


নিহতদের স্বজনরা জানায়, আজ বিকালে প্রত্যেকেই নিজ নিজ এলাকার মাঠে কৃষি কাজ করার সময় হটাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে পৃথক পৃথক স্থানে ৪ জন গুরুতর আহত হন। স্বজনরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক মিয়া, ফয়সাল ও কবির হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মনিরকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার সময় আহত মনির নিহত ফারুক মিয়ার সাথে কৃষিকাজ করছিলেন।


সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনলাইন


Post a Comment

Previous Post Next Post