আবু হানিফ: ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১১টায় দিকে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন বলেন, তামাক সামাজিক পরিবেশ যেমন নষ্ট করে তেমনি প্রাকৃতিক পরিবেশেরও মারাত্মক ক্ষতি করে ফেলছে। প্রতি বছর দেশে তামাকজনিত রোগের ফলে অনেক মানুষ মারা যায়। সুষ্ঠুভাবে জীবনযাপন করতে হলে তামাকজাত দ্রব্য পরিহার করতে হবে।
আরো বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার তামাক নিয়ন্ত্রণে সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান, পাকুন্দিয়া পল্লি বিদ্যুৎ ডিজি এম নিতাই দাস পাকুন্দিয়া সরকারী স্কুলে শরীরচর্চা শিক্ষক নয়ন মিয়া, স্বাস্থ্যকর্মী নীলা আক্তার , সাংবাদিক এম এ হান্নান, সাংবাদিক ,সাংবাদিক জাহিদ হাসান মুক্তার প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।