পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তাদের সঙ্গে আমরা একমত নই : জামায়াতের নায়েবে আমির

 




যারা যেনতেনভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তাদের সঙ্গে আমরা একমত নই বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা সবার আগে চাই দুর্নীতিবাজ, জুলুমবাজ ও গণহত্যাকারীদের বিচার। এ জন্য আমরা বলেছি আগে বিচার, তারপর সংস্কার এবং সর্বশেষ নির্বাচন হবে।’ 


আজ শনিবার দুপুরে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শেখ হাসিনা ও আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ দেশের নির্বাচনব্যবস্থা, বিচারব্যবস্থা, প্রশাসনিকব্যবস্থাসহ বিদ্যমান সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। ২০১৪ সালে তারা বিনা ভোটের নির্বাচন করেছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে করেছে। আর ২০২৪ সালের নিজেরা নিজেরা ডামি নির্বাচন দিয়ে ক্ষমতায় গেছে।


দেশের আবার এ ধরনের প্রহসনের নির্বাচন হোক, আমরা চাই না। আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে জনমানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’

দেশে ইসলামী রাষ্ট্রব্যবস্থা চালুর অঙ্গীকার করে তিনি বলেন, ‘আমরা ঘরে ঘরে আল কুরআনের আলো ছড়িয়ে দিতে চাই। জাতীয় সংসদে কোরআনের আইন চালু করতে চাই।


Post a Comment

Previous Post Next Post