পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

কিশোরগঞ্জ রেলস্টেশন পুকুরে ডুবে পাকুন্দিয়ার মাদ্রাসা ছাত্র নিহত





কিশোরগঞ্জ জেলা সদরে পুকুরের পানিতে ডুবে মাআজ ইবনে হোসেন (১৫) নামের ৮ম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


আজ শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের পুকুরে এ ঘটনা ঘটে।


মৃত মাআজ ইবনে হোসেন জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা মুনিয়ারিকান্দা এলাকার মোফাজ্জল হোসেনের ছোট ছেলে। সে কিশোরগঞ্জ শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং জেলা শহরের পুরান থানা এলাকার একটি ভাড়া বাসায় মা-বাবার সঙ্গে বসবাস করত। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে বন্ধুদের নিয়ে মাআজ ইবনে হোসেন ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে দুপুরে রেলওয়ে পুকুরে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। অনেক খুঁজাখুঁজির পর শুক্রবার বিকাল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাআজ ইবনে হোসেনের মরদেহ রেলওয়ের পুকুর থেকে উদ্ধার করে।


কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন পুকুরের পানিতে ডুবে মাআজ ইবনে হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত কওে জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Post a Comment

Previous Post Next Post