পাকুন্দিয়ায় আগাম বন্যা পরিস্তিতি মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। ২৯ মে (শুক্রবার) উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভারি বৃষ্টিপাতের ফলে আগাম বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। পাকুন্দিয়া উপজেলায় আগাম বন্যা পরিস্থিতি মোকাবেলা/ পর্যবেক্ষণের লক্ষে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক যোগাযোগ ও তথ্য আদান প্রদানের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্টোল রুম) চালু করা হয়েছে।।।
যে কোনো জরুরী প্রয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান (মোবাইল- ০১৭৫৩৮৫৩৪৮৮) এবং সার্বক্ষণিক যোগাযোগের জন্য কার্য-সহকারী মো: মাসকাওয়াত হোসেন (মোবাইল- ০১৭৫০-০১৩২৮৮) কে দায়িত্ব দেয়া হয়েছে।