কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪০ পিছ ইয়াবাসহ মোঃ শামীম (৪২) ও কাউছার (২৮) নামের দুই মাদককারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮জুন) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার চর পাকুন্দিয়ার নতুন বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃত শামীম চরপাকুন্দিয়া এলাকার মৃত রইস উদ্দিনের ছেলে এবং কাউসার বীর পাকুন্দিয়া এলাকার আলী আকবরের ছেলে।
পাকুন্দিয়া থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, গত রাত সাড়ে ১১ টার দিকে এসআই মোঃ সুজায়েত হোসেন সঙ্গীয় এএসআই মোঃ সঞ্জয় কুমার দাস, এএসআই মোঃ শফিকুল ইসলাম পাকুন্দিয়া থানাধীন চর পাকুন্দিয়া সাকিনস্থ নতুন বাইপাস সংলগ্ন মিনহাজ উদ্দিন এর মুরগীর ফার্মের সামনে বাইপাস সড়কের উপর অভিযান পরিচালনা করে। এ সময় শামীম ও কাউছারকে ৪০ পিছ ইয়াবাসহ আটক করা হয়। আকটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।