পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

জাতীয় নাগরিক পার্টির পাকুন্দিয়া উপজেলার সমন্বয় কমিটি গঠন




জাতীয় নাগরিক পার্টির পাকুন্দিয়া উপজেলার সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে রাজিন সালেহকে। আর যুগ্ম সমন্বয়কারী হলেন নিরব মিয়া (রুবেল)সহ ৬ জন। 


গতকাল (২৯ জুন) রোববার রাতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক  সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 


যুগ্ম সমন্বয়কারীরা হলেন:

নিরব মিয়া (রুবেল), রাকিবুল হাসান, মোহাম্মদ আফছর উদ্দীন, সোহেল রানা, মো: সজিব, জাহাঙ্গীর আলম। 


সদস্যরা হলো- 

মো: রাসেল,নাইমুল ইসলাম পরাগ, আবদুল কাদির মুহাম্মদী, মোঃ জিল্লুর রহমান, আমিনুল ইসলাম, আজহারুল ইসলাম, মোঃ গোলাপ মিয়া, মোঃ শরীফ মিয়া, নূর মোহাম্মদ শাওন, মোঃ হিজবুল্লাহ, রাজিব হোসাইন






Post a Comment

Previous Post Next Post