কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ভারসাম্যহীন যুবক কাসেম (১৮) গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সে পৌরসভার ৭নং ওয়ার্ডের দিয়াপাড়া গ্রামের মৃত ফইছনদ্দিনের ছেলে। এ ঘটনায় কাসেমের মা নাসিমা বেগম বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। (জিডি নং ১১৩৮/২৯,০৬,২৫ইং)
জানা যায়, কাসেম গত ২৭ জুন বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও ব্যর্থ হয়েছেন।
ছেলেটিকে কেউ খুজে পেলে 01955665244, 01321722803 নাম্বার গুলোতে যোগাযোগ করার আকুতি জানিয়েছেন কাসেমের পরিবার।
পাকুন্দিয়া থানায় সাব ইন্সপেক্টর আশিষ কুমার দাস বলেন, পুলিশ প্রতিটি তথ্যের ভিত্তিতে খোঁজ নেয়ার চেষ্টা অব্যাহত আছে। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
Tags:
পাকুন্দিয়ার সংবাদ