কিশোরগঞ্জের ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে আল আমিন (২৬) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মনিপুরা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা।
হাফিজ উদ্দিন তার ছেলেকে নিয়ে জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া কাদির বেপারির বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। রোববার ভোর রাত দেড়টার দিকে ওই বাড়িতে এ ঘটনা ঘটেছে।
প্রতিবেশীরা জানায়, পেশায় ঘর মেরামত মিস্ত্রি হাফিজ উদ্দিন বিপত্নীক ছিলেন। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তিনি এই ভাড়া বাসায় থাকতেন। কিছু দিন আগে মেয়েটিকে বিয়ে দিয়েছেন। ছেলে আলামিনকেও বিয়ে করিয়েছিলেন। কিন্তু বউয়ের সাথে বনিবনা না হওয়ায় তালাক হয়ে গেছে।
বর্তমানে রিকশা চালক ছেলে আলামিনকে নিয়ে তিনি বসবাস করছিলেন। গতকাল রাতে তাদের ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে দেখেন ঘরের দরজা ভেতর থেকে লাগানো। ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে রুমের ভেতরে রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে।
ভৈরব থানার উপ-পরিদর্শক শক্তি মৃধা জানান, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ সময় বাবাকে কুপিয়ে হত্যার সন্দেহে ছেলে আল আমিনকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।