পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

ঢাবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পাকুন্দিয়ার নতুন কমিটি, নেতৃত্বে তামিম- অমি




ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন 'ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পাকুন্দিয়া' (ডুসাপ)-এর ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 


নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল জোবায়ের তামিম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী এনায়েত কবির অমি। 


২১ জুন ২০২৫, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ডুসাপের সদ্য বিদায়ী সভাপতি তাসকিন রাজ সাদেক ও সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না নবগঠিত এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। 


প্রসঙ্গত, ‘তারুণ্যই শক্তি, তারুণ্যেই সমৃদ্ধি’ প্রতিপাদ্য ধারণ করে ২০১৪ সালে যাত্রা শুরু করা ডুসাপ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে উদ্বুদ্ধকরণের পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। 


এ সংগঠন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য ও পরামর্শ সেবা প্রদান, দিকনির্দেশনামূলক সেমিনার আয়োজন, সহশিক্ষা কার্যক্রম, শিক্ষা সফর, বনভোজন, ইফতার মাহফিল, আলোচনা সভা, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট এবং ঈদ পুনর্মিলনীসহ বিভিন্ন উদ্যোগ নিয়মিত পরিচালনা করে আসছে।

Post a Comment

Previous Post Next Post