পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

হাওরে নৌকায় মাদক নিয়ে উন্মাদনা, আটক ৩৯

 




কিশোরগঞ্জের ইটনায় নৌকায় সাউন্ডবক্সের উচ্চশব্দের সঙ্গে নাচানাচি করার সময় মাদকসহ ৩৯ জনকে আটক করেছে যৌথবাহিনী।


শুক্রবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বাদলা এলাকা থেকে তাদের আটক করা হয়।


এসময় তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা, ১৯টি বিদেশি মদের খালি বোতল পাওয়া গেছে। আটকদের মধ্যে ৩৭ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়া মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আটকদের মধ্যে তিনজন নৌকার মাঝি ও পাঁচজন সাউন্ডসিস্টেমের লোক। বাকিরা কিশোর।


জানা গেছে, জেলার হাওর উপজেলা ইটনার বাদলা ইউনিয়নে নৌকা ভাড়া করে একদল কিশোর মাদক নিয়ে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি করছিল। এসময় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ১৯টি বিদেশি মদের খালি বোতলসহ তাদের আটক করে।


ইটনা থানার উপ-পরিদর্শক আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথবাহিনীর অভিযানে ৩৯ জনকে মাদকসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ৩৭ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে দুজনের কাছে ইয়াবা পাওয়ায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


-জাগো নিউজ


Post a Comment

Previous Post Next Post