ঈদের দিন কিশোরগঞ্জের বাজিতপুরে এক ব্যক্তিকে থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার কৈলাগ ইউনিয়নের কুকরাই গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুকরাই গ্রামের ফকির বাড়ি ও কাইয়া বাড়ির লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জেরে একজনকে থাপ্পড় দেওয়ার ঘটনা ঘটে। এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা কয়েক ঘণ্টা ধরে চলে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।