কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঈদের প্রথম দিন কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অসাবধানতাবশত ৯ ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার দুপুর ২ টা থেকে বিকেল রাত ৮ টা পর্যন্ত এসব আহত ব্যক্তি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
রাত ৮ টায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন প্রবাল সরকার পাকুন্দিয়া প্রতিদিনকে জানান, দুপুর ২ টার পর থেকে রাত ৮ টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু কোরবানি ও মাংস কাটাতে গিয়ে আহত হয়ে ৯ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিজেদের গরু কোরবানি দিতে গিয়ে তারা আহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে।