পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

ব্যাবসায়ী হত্যা মামলায় এক পরিবারের নয়জনসহ ১৩ জনের যাবজ্জীবন

 করিমগঞ্জে ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ




কিশোরগঞ্জের করিমগঞ্জে সৈয়দ আলী (৩০) নামে এক ব্যবসায়ীকে হত্যা মামলায় একই পরিবারের নয়জনসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।


বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।


কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জালাল উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


দণ্ডপ্রাপ্ত আসামি ও নিহত সৈয়দ আলী করিমগঞ্জ উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের বাসিন্দা।রায় ঘোষণা সময় আজিলুল হক বালা, রিয়াদ, আয়াতুল হক কামাল, আলফাতুল, জহিরুল ইসলাম, কামাল ও আশিক আহমেদ হৃদয় উপস্থিত ছিলেন। বাকি ছয়জন পলাতক ছিলেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুল করিমের পাঁচ ছেলে আব্দুর রউফ ওরফে আলফাতুন (৬৯), আজিজুল হক এলাম (৫৪), মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বার (৫৯), কালাম মুন্সি (৬৪), আয়তুল হক মালাম (৫২)। দণ্ডপ্রাপ্ত আব্দুর রউফ ওরফে আলফাতুনের দুই ছেলে আঙ্গুর মিয়া ওরফে আনোয়ার হোসেন (৪৫) ও হায়দার আলী (৩৭)। দণ্ডপ্রাপ্ত মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বারের দুই ছেলে রোয়েল (৩৯), রাসেল ওরফে ছোটন (৩৬) ও তার ভাই সোহেল (৪১)। আজিজুল হকের ছেলে রেজা মিয়া ওরফে আশিক আহম্মেদ হৃদয় (৩৪), তার ভাই রিয়াদ (৩২) ও কাইয়ূমের ছেলে জহিরুল ইসলাম কালা (৪৪)।


মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আসামিদের সাথে নিহত ব্যবসায়ী সৈয়দ আলীর বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। ঘটনার দিন ২০১৬ সালের (২৩ মার্চ) নিয়ামতপুর বাসট্যান্ড বাজারে ফার্মেসী থেকে ঔষধ আনতে গেলে আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সৈয়দ আলীর উপর হামলা করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় (২৯ মার্চ) তার মৃত্যু হয়। এর আগে (২৫ মার্চ) নিহতের বড় বোন পারভীন সুলতানা বাদি হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা রুজু করেন। পরে করিমগঞ্জ থানার তৎখালিন উপ পুলিশ পরিদর্শক মোঃ শহর আলী ওই বছরের (২১ সেপ্টেম্বর) অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর আজ বৃহস্পতিবার দুপুরে মামলার রায় ঘোষণা করে আদালত।


মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অশোক সরকার।



Post a Comment

Previous Post Next Post