পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

তিনদিন ধরে নিখোঁজ পাকুন্দিয়ার মাদ্রাসা ছাত্র জুবাইর




কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বড় আজলদী গ্রামের এক হাফেজি পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।


জানা গেছে, মো. জুবাইর আহমেদ (নিরব) নামের এই ছেলেটি গত ১৪ জুলাই সকাল সাড়ে ৬টা  দিকে সে নিখোঁজ রয়েছে। সে স্থানীয় সফুরা আব্দুল হাকিম (রহ.) নুরুল কুরআন মাদ্রাসাতে হাফেজি বিভাগে পড়াশোনা করত।


নিখোঁজ জুবাইর আহমেদ (নিরব) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বড় আজলদী গ্রামের সন্তান।


শিক্ষার্থী নিরব নিখোঁজ হওয়ার সময় ছবিতে দেওয়া পোশাকই তার পরনে ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাননি।


এ ঘটনায় তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে দয়া করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: মো. জুবাইর আহমেদের (নিরব) কাকা – ০১৭৪১৮২৪৬৪১


পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। নিখোঁজ শিশুটির খোঁজ পেতে পোস্টটি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।


Post a Comment

Previous Post Next Post