কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে ইতালি প্রবাসী হাবিবুল্লাহ (৪৫) হত্যা মামলায় মোখলেছ মিয়া (২৩) নামের এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব ১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। (মঙ্গলবার ২২ জুলাই) দুপুরে গাজিপুর জেলার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার হাসপাতালের পাশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে হাবিবুল্লাহ হত্যা মামলার ৩ নম্বর আসামি ছিলেন।
জানা যায়, ২০ জুন (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে হাবিবুল্লাহকে। সে গাংধোয়ারচর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি সিসিলি প্রবাসী ছিলেন। মাস দেড়েক আগে ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রেস রিলিজের মাধ্যমে র্যাব জানায়, ঘটনার পর সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় র্যাব ১৪ এবং র্যাব ১ মঙ্গলবার দুপুর ২ টার দিকে গাজীপুর টঙ্গী থানাধীন শহীদ আহসান উল্লাহ মাষ্টার হাসপাতালের পূর্বপাশে শাহাদাত হোসেনের খাবার হোটেলের সামনে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার হাবিবুল্লাহ (৪৫) হত্যা মামলার ৩নং এজাহারনামীয় আসামী মোখলেছ মিয়া (২৩)'কে গ্রেফতার করতে সক্ষম হয়।