বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে পাকুন্দিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
শনিবার (১৯জুলাই) দুপুর ১২টার দিকে পৌর শহরের বিএনপির অফিসের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটের সামনে এসে সংক্ষিপ্ত মানববন্ধন করে শেষ হয়।
উপজেলা জাসাসের আহ্বায়ক আকরাম হোসেন কাজলের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, মাহমুদুজ্জামান রিপন,পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীন, উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল আলম রিপন, সদস্য সচিব আনিসুজ্জামান বাচ্চু।