আবু হানিফ : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চত্বরে শহীদ শিফাতউল্লাহর স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন পাকুন্দিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসক মোঃ মামুন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূরে ই আলম, এবং উপজেলা প্রকৌশলী মোঃ যুবাইর হোসেন। এছাড়াও পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত মেয়র মোঃ আঃ কদ্দুসসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন।
উল্লেখ্য, শিফাতউল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী ছিলেন। তিনি গাজীপুর জেলার শ্রীপুর মাওনার জামেয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানার দশম শ্রেণির ছাত্র ছিলেন। তার স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি মহৎ উদ্যোগ বলে উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূরে ই আলম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই এবং এ ধরনের কর্মসূচি সমাজকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, “শহীদ শিফাতউল্লাহর মতো যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণ করা আমাদের দায়িত্ব।”
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ মামুন সরকার তার বক্তব্যে বলেন, “শহীদ শিফাতউল্লাহর স্মৃতিকে অম্লান করে রাখতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা বিশ্বাস করি, এই গাছগুলো বড় হয়ে তার কথাই বারবার স্মরণ করিয়ে দেবে।” তিনি আরও বলেন যে এ ধরণের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।