কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবার পানিতে ডুবে রাফসান ভূইয়া রাফি (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া ভূইয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাফি ওই গ্রামের মোস্তাকিম ভুইঁয়ার ছেলে।
জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে ঘরের বাহিরে খেলার সময় নিখোঁজ হয় শিশু রাফি। পরে দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ ভেসে ওঠে।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।