পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

কিশোরগঞ্জে প্রধান শিক্ষককে কামড় দি‌য়ে রক্তাক্ত করেছে দপ্তরি

 



কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মা‌নিকখালী এলাকার চান্দপুর বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরাজ কিশোর দেবনাথের ওপর হামলা করেছে একই বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মনির খান। এ সময় কামড় দি‌য়ে রক্তাক্ত করা হয় শিক্ষকের বাম হাত। কটিয়াদি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

 

বুধবার (১৬ জুলাই) বিকেল চারটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে দুজন সহকারী শিক্ষকের সামনে এ ঘটনা ঘটে। এছাড়া ধারালো অস্ত্র কুন্তি দিয়ে আঘাত করায় ভীতিকর অবস্থা তৈরি হয়। এসময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় শিক্ষককে।

 

প্রধান শিক্ষক বিরাজ কিশোর দেবনাথ জানান, মনির খানকে দাপ্তরিক কাজের কথা বললে প্রায় সময় সে অনীহা প্রকাশ করে। কাজ না করে উল্টো তর্ক করে। বুধবার মনির খানকে ক‌ম্পিউটা‌রের প্রিন্টার ঠিক জায়গায় রাখতে বলেছিলাম। এতেই ক্ষিপ্ত হয়ে যায় মনির। আমার বাম হাত কামড়ে রক্তাক্ত করে ফেলে। শুধু তাই না, কুন্তি নিয়ে এসে আমাকে প্রাণনাশের হুমকিও দেয়। এ ব্যাপারে কটিয়াদি শিক্ষা অফিস ও কটিয়াদি থানাতে লিখিত অভিযোগ করেছি।

 

কটিয়াদি উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার বলেন, ঘটনাটির লিখিত অভিযোগ পেয়েছি। বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের এডহক কমিটি মিটিং করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সব কিছু পর্যবেক্ষণ করছি। আগামী রবিবার অভিযুক্তের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

কটিয়াদি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ ইকবাল জানান, সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এমন ঘটনা খুবই দুঃখজনক।

 

অভিযুক্ত মনির খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বদমেজাজি শিক্ষকের হাত থেকে বাঁচতেই আমাকে ধরে রাখা তার বাম হাতে কামড় দিয়েছি।


-সূত্রঃ ইনকিলাব অনলাইন

Post a Comment

Previous Post Next Post