জুলাই আগষ্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদের স্মরণে পাকুন্দিয়ায় ‘স্মরণ সভা’ করেছে সরকারি কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে কলেজের শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো: তৌফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল, এ সময় পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হক বিজয়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোবারক হোসেন সাগর, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসম্পাদক আজীজুল হাকিম মীর,পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল হুদা, সাবেক সদস্য সচিব আরমান হোসেন, হোসেন্দী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সিমায়, সাধারণ সম্পাদক ইমনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।




