কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে পাকুন্দিয়া পৌর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেল মিয়া পৌর এলাকার চরপাকুন্দিয়া গ্রামের মো. হিরু মিয়ার ছেলে। বুধবার (৩০ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত বছরের ১৭ আগস্ট উপজেলার তালতলী বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শামীম মিয়া নামের এক বিএনপি কর্মী বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
-সূত্রঃ ইনকিলাব অনলাইন