জাহিদ হাসান মুক্তার : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। এ সময় তাকে সহায়তা করেন কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস টিম।
অভিযানে লাইসেন্স সংক্রান্ত ত্রুটি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় লাবিব ফার্মেসীকে ২,০০০ টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে শফিক স্টোরকে ২,০০০ টাকা এবং মোখলেছ স্টোরকে একই অপরাধে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, জনস্বাস্থ্য রক্ষায় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।