পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

কিশোরগঞ্জে প্রসূতি জন্ম দিলেন তিন কন্যা সন্তান

 


কি‌শোরগ‌ঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক‌ গর্ভবতী নারী তিন কন‌্যা সন্তা‌নের জন্ম দি‌য়ে‌ছেন। মঙ্গলবার (১৪ আগস্ট) ভোরে নেকলেস বেগম নামের ১৯ বছর বয়সী ওই মা হাসপাতালে ভর্তি হন। ওইদিন সকালেই একে একে তিন কন্যা সন্তান প্রসব ক‌রেন ওই নারী। বিয়ের পর এটাই তার প্রথম সন্তান প্রসব।



হাসপাতাল সূত্র জানায়, তিনি নিজে জানতেন না, তার গর্ভে তিনটি শিশু রয়েছে, কারণ তিনি কোনো ডাক্তারি পরীক্ষা বা আল্ট্রাসাউন্ড করাননি।স্বামী আলী হোসেন একজন কৃষক। তারা কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গোপদিঘী গ্রামের বাসিন্দা।

তিন কন্যা সন্তানের নিরাপদ প্রসবের বিষয়‌টি তত্ত্বাবধান ক‌রেন, হাসপাতা‌লের সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ) মৌসুমী বেগম ও মিডওয়াইফ সাবিহা সুলতানা রিংকি।


নার্সরা জানান, মা ও সন্তানরা সবাই বর্তমানে সুস্থ এবং নিরাপদ রয়েছে। দুপুরের দিকে সন্তানদের নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন নেকলেস বেগম।

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, এ ধরনের নিরাপদ প্রসব আমাদের স্বাস্থ্যসেবার সফলতা। আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে প্রত্যেক মায়ের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত হয়। নবজাতক ও মায়েদের সুস্থতা আমাদের অগ্রাধিকার।


Post a Comment

Previous Post Next Post