কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলার পলাতক আসামি ও ছাত্রলীগ নেতা সজীবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা সদর বাজার থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সজীবুল হাসান উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং নারান্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ এপ্রিল রাতে পাকুন্দিয়ার পোড়াবাড়ীয়া মেলা বাজারে সজীবের নেতৃত্বে গানের অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের সংঘর্ষে পাশ্ববর্তী কোষাকান্দা গ্রামের কলেজছাত্র শরীফ খান ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন বাদী হয়ে পরদিন (২৭ এপ্রিল) সজীবসহ ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সজীব পলাতক ছিলেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, “হত্যা মামলার আসামি সজীবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে’।