কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রমে নানা অনিয়মের প্রমাণ মিলেছে বলে তারা জানিয়েছেন।
আজ বুধবার (২৭ই আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা পাঁচ ঘন্টা অভিযান চালায় তিন সদস্যের বিশিষ্ট দুদক টিম। এতে নেতৃত্ব দেন দুদক কিশোরগঞ্জের সহকারি পরিচালক সৈয়দ মোহাম্মদ (সোহেল)। তাঁর সঙ্গে ছিলেন গাড়ি চালক মো. নুরুজ্জামান ও কনস্টেবল মো. ইয়াকুব আলী।
অভিযান শেষে দুদকের সহকারি পরিচালক সৈয়দ মোহাম্মদ (সোহেল) বলেন, হাসপাতালে চিকিৎসক সংকট, দীর্ঘদিন ধরে কয়েকজন চিকিৎসক অন্যত্র প্রেষনে, রোগীদের নিন্মে মানের খাবার পরিবেশনসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযান চালানো হয়।
অভিযানের সময় হাসপাতালে চিকিৎসক সংকটসহ চারজন চিকিৎসক অন্যত্র প্রেষনে থাকার বিষয়ে প্রমাণ মিলেছে। যে কয়জন চিকিৎসক রয়েছে তাদের মধ্য থেকে অনেকেই সময়মতো হাসপাতালে আসেন না। ফলে চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে। রোগীদের এক্স-রেসহ বিভিন্ন টেস্ট বাইরে করতে হয়। সেইসঙ্গে রোগীদের দেওয়া খাবার নিন্মমানের এবং পরিমাণে কম দেওয়া হয়। এসব বিষয় নিয়ে সেবাপ্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
তিনি বলেন, আমরা অভিযোগের সামগ্রিক তথ্য দুদকের প্রধান কার্যালয়ে জানাব। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. নূর-এ-আলম খান দুদকের অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।