পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। -ফাইল ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে তাসকিন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মহিষবেড় এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
মৃত ওই শিশু পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার বৈরাগীরচর গ্রামের মো.মুকুল মিয়ার ছেলে। তার নানার বাড়ি পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের মহিষবেড় গ্রামে।
জানা গেছে, গত শুক্রবার বিয়ে উপলক্ষে পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে তাসকিন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুর মামা সামসুল আলম বলেন, তাসকিন আমার ছোট বোনের ছেলে। বাড়িতে বিয়ে উপলক্ষে শুক্রবার মা-বাবার সঙ্গে আমাদের বাড়িতে এসেছিল। দুপুরে পরিবারে লোকজনের অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচাতে পারলাম না।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
সূত্র: বাংলাদেশ গার্ডিয়ান অনলাইন