পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় গরু চোর চক্রের মূল হোতা মনির গ্রেফতার



আবু হানিফ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চোর চক্রের মূল হোতা মোঃ মনির (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৪ আগষ্ট) বিকেলে উপজেলার আহুতিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন টিম।

গ্রেপ্তারকৃত মনির উপজেলার চরকাওনা গ্রামের রফিকুল ইসলাম রবির ছেলে। সোমবার (২৫ আগষ্ট) দুপুরে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ২৮জুলাই দুপুরে উপজেলার চরকাওনা গ্রামের গরু ব্যাবসায়ী মোফাজ্জল হোসেন ও মোস্তফা কামাল বিভিন্ন এলাকা থেকে পাঁচটি গরু কিনে তা বিক্রি করার জন্য একটি নসিমনে করে শিমুলিয়া বাজারে নিয়ে যাচ্ছিলেন। উপজেলার চরপাকুন্দিয়া এলাকায় পাকুন্দিয়া-হোসেনপুর পাকা সড়কে পৌঁছলে দুটি মটরসাইকেলে করে গরু চোর চক্রের মূল হোতা মনিরের নেতৃত্বে কয়েকজনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে নসিমনের গতিরোধ করে। এসময় চক্রটি গরু ব্যাবসায়ীদের মারধর করে গরুগুলো ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ২৯ জুলাই গরু ব্যাবসায়ী মোফাজ্জল হোসেন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। এর পর থেকে মনির পলাতক ছিলেন।

এ ব্যাপারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মনিরকে আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জের আদালতে সোপর্দ করা হয়েছে।



Post a Comment

Previous Post Next Post