পাকুন্দিয়ার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রয়াস’ এর উদ্যোগে দক্ষিণ চরটেকী (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন মেয়ে শিক্ষার্থীকে হিজাব উপহার দেওয়া হয়েছে।
১৫ সেপ্টেম্বর'২৫, সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এমএস আল মামুন, প্রয়াসের আহ্বায়ক নূরুল জান্নাত মান্না, সংগঠনের অর্থ সমন্বয়ক মোস্তাক আহমেদ সিয়াম এবং সদস্য উবায়দুল হক।
প্রয়াসের আহ্বায়ক নূরুল জান্নাত মান্না বলেন, 'শিক্ষার্থীদের সহায়তায় প্রয়াস সবসময় কাজ করে যাবে। হিজাব উপহার প্রদান কার্যক্রম তারই একটি অংশ।'