পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

সামাজিক সংগঠন ‘প্রয়াস’ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে হিজাব উপহার



পাকুন্দিয়ার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রয়াস’ এর উদ্যোগে দক্ষিণ চরটেকী (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন মেয়ে শিক্ষার্থীকে হিজাব উপহার দেওয়া হয়েছে।


১৫ সেপ্টেম্বর'২৫, সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এমএস আল মামুন, প্রয়াসের আহ্বায়ক নূরুল জান্নাত মান্না, সংগঠনের অর্থ সমন্বয়ক মোস্তাক আহমেদ সিয়াম এবং সদস্য উবায়দুল হক।


প্রয়াসের আহ্বায়ক নূরুল জান্নাত মান্না বলেন, 'শিক্ষার্থীদের সহায়তায় প্রয়াস সবসময় কাজ করে যাবে। হিজাব উপহার প্রদান কার্যক্রম তারই একটি অংশ।'

Post a Comment

Previous Post Next Post