কিশোরগঞ্জের হোসেনপুরে ভিমরুলের কামড়ে হেপি আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত হেপি আক্তার পৌর এলাকার পূর্ব দীপেশ্বর গ্রামের কাঞ্চন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি গাছ থেকে কাঁঠালপাতা পাড়তে যান হেপি আক্তার। এ সময় গাছে থাকা ভিমরুলের বাসা ক্ষতিগ্রস্ত হলে ভিমরুলের দল তাকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা প্রথমে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক পৌর কাউন্সিলর মো. কামাল উদ্দিন।