পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার কেন্দ্র সচিবকে অব্যাহতি, কেন্দ্র স্থানান্তরের নির্দেশ



নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মাওলানা মো. মুজীবুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র পরিচালনায় নিয়ম ভঙ্গের অভিযোগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।




বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, মুজীবুর রহমান কেন্দ্র পরিচালনার দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন। জেলা প্রশাসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার তত্ত্বাবধানে কেন্দ্রের পরিবেশ পরীক্ষা পরিচালনার নিয়মের পরিপন্থি হয়েছে।


বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের দাখিল পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে মুজীবুর রহমানকে কেন্দ্র সচিব পদ থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রের ভ্যেনু নিকটবর্তী অন্য একটি মাদ্রাসায় স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।


মুজীবুর রহমানের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানিয়েছেন, তিনি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের এমন পত্র পেয়েছেন।


Post a Comment

Previous Post Next Post