পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

মাজার ভাঙলে খবর আছে, বলে দিলাম: ফজলুর রহমান


 

বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান হুশিয়ারী দিয়ে বলেছেন, স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক আল্লাহর সাথে আমার সেই সম্পর্ক। তৌহিদী জনতা হোক আর যেই হোক আর যদি মাজার ভাঙ্গে তাহলে খবর আছে। এদেশের ঈমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে বলে দিলাম। সুন্নীরা এদেশের রাস্তায় নামবে। সুন্নি ১২ আনা মুসলমান এসব ওহাবীরা না। শুধু জামায় ইসলাম যারা তারা জামাতে ইসলাম। সুন্নিরা কিন্তু জামায় ইসলাম না তারা হলো ঈমানে ইসলাম এবং কলবের মধ্যে ইসলাম। আর যদি মাজার ভাঙ্গে খবর আছে বলে দিলাম সরকারকে হুশিয়ার করছি।

শনিবার (৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ঈদ-এ-মিলাদুন্নবীর জশনে জুলুছ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান। 

জশনে জুলুশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান বলেন, ৫ আগস্ট এর পরে আমি যখন দেখলাম আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুফিবাদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে, যে সুফিবাদের মাধ্যমে এদেশে প্রথম ইসলাম এসেছিল যে অলি আউলিয়া গাউস কুতুবরা না আসলে বাঙালি জাতি মুসলমান হতো কিনা আজকে বলা বড় দুষ্কর। সে অলি আউলিয়া গাউস কুতুবদের উপর যখন অবমাননা চলছে তাদের মাজার যখন ওহাবীরা ভেঙ্গে দিচ্ছে নবীকে যারা বড় ভাই বলে সম্মান করতে চায় সাধারণ সম্মান দিতে চায়, হযরত মুহাম্মদ (সা:) কে যখন অপমান করে এবং মাজার ভেঙ্গে দেয়। আমি নিজের কানে শুনেছি একজন মৌলানা আমির হামজা বলেছে শাহজালালের মাজার ভেঙে দিলে নাকি পাঁচ কোটি টাকা দেবে জামাত। তখন থেকে আমার মনে হয়েছে যদি আমি চুপ করে থাকি আমার যে দ্বীনের নবী তার সম্মানে কোন ধরনের প্রতিবাদ করলাম না আখেরাতে আমি তার শাফায়েত পাবো না বলে মনে করি।

তিনি আরও বলেন, ‘আর আল্লাহর হাবিবকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলি আল্লাহ আমার উপর বেজার হবেন। আল্লাহ যার উপর বেজার হবেন সে হল নাফরমান। আমি আল্লাহর এবং নবীর সাফায়েত পাওয়ার জন্য,  আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি মনে করেছি এই দেশে  আহলে সুন্নাত ওয়াল জামাতই প্রকৃষ্ট তরিকতের দল।’

তিনি আরও বলেন, আমিও বিশ্বাস করি অলি আউলিয়া গাউস কুতুবদের আত্মা জীবিত থাকে। কেউ যদি মাজার ভেঙ্গে দিতে চায়, প্রকৃত মুসলমান যারা হাক্কানী মুসলমান যারা,সুন্নি মুসলমান যারা তারা শুধু প্রতিবাদ করবে না প্রতিহতও করবে। রাজবাড়ী ইস্যুতে শুধু একজন মানুষের লাশকে কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া হয়েছে নাউজুবিল্লাহ। যারা এ কাজ করেছে তারা মুসলমান না। আমি সমস্ত মানুষকে, ধর্মকামী মুসলমানকে এসবের প্রতিবাদ না শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি। ইউনুস সাহেবের আমলে এসব অপকর্ম হচ্ছে। সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি মানুষকে ঘর থেকে বের করে ঈমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না। আপনারা এটা বিরত করেন আমি তাদেরকে আহবান করি।

হাজার হাজার আশেকে রাসূলের অংশগ্রহণে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টার দিকে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিশাল জুলুস শুরু হয়ে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুতুবশাহী মসজিদ প্রাঙ্গণে গিয়ে দোয়া ও মিলাদের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল ও সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন, উপজেলা আহলে সুন্নতে জামাত এর আহবায়ক মাওলানা জালাল উদ্দিন আশরাফী, সদস্য সচিব মাওলানা রেদুওয়ানুল হক আশরাফীসহ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post