পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত মাদ্রাসাছাত্র মাহবুব

 



আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার, যা শিশুদের নোবেল পুরস্কার হিসেবে পরিচিত-এর মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জের মাদ্রাসা ছাত্র মাহবুব আল হাসান (১৮)। পরিবেশ, জলবায়ু কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ মনোনয়ন লাভ করেছেন তিনি।



নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশন প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে শিশু অধিকার রক্ষায় কাজ করা তরুণদের এই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করে থাকে।


মাহবুব কিশোরগঞ্জের আহমাদ জুবাইদা দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালে দাখিল এবং হয়বতনগর এ ইউ কামিল মাদরাসা থেকে ২০২৪ সালে আলিম পাস করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তিনি শোলাকিয়ার আব্দুল্লাহ আল হাছান ও দিলোয়ারা খাতুন দম্পতির ছেলে।


গত তিন বছর ধরে মাহবুব নেতৃত্ব দিচ্ছেন তার প্রতিষ্ঠিত সংগঠন ‘দি চেঞ্জ বাংলাদেশ’, যার লক্ষ্য শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি করা। তার উদ্যোগে নিয়মিতভাবে বৃক্ষরোপণ, গাছের চারা ও শিক্ষা উপকরণ (খাতা, কলম, পেনসিল) বিতরণসহ হাওর অঞ্চলের শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।


এ ছাড়া অসুস্থ শিশুদের জন্য রক্তের সরবরাহ নিশ্চিত করতে তিনি গড়ে তুলেছেন ‘ব্লাড খুঁজি’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা জরুরি সময়ে রক্তদাতাদের সাথে রোগীর পরিবারকে সংযুক্ত করে।


নিজের অনুভূতি প্রকাশ করে মাহবুব আল হাসান বলেন, ‘শিশুরাই আমাদের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব। আমি বিশ্বাস করি, একটি সচেতন প্রজন্মই পৃথিবীকে বদলে দিতে পারে। তাই শিশুদের নিয়ে কাজ করা শুধু দায়িত্ব নয়, এটি আমার জীবনের লক্ষ্য ও প্রতিজ্ঞা। এই আন্তর্জাতিক মনোনয়ন আমার কাজের প্রতি আরও দায়বদ্ধতা ও অনুপ্রেরণা যোগাবে, যেন বাংলাদেশের প্রত্যন্ত হাওর থেকে শুরু করে শহরের প্রতিটি শিশুই সমান সুযোগ ও নিরাপত্তা পায়।’


Post a Comment

Previous Post Next Post