বিএনপির ত্যাগী কর্মীদের স্থান না দিয়ে ফ্যাসিস্টের দোসরদের পূনর্বাসন করে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগে জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সকল কার্যক্রম স্থগিত করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।
জানা যায়, এ বছরের ৩০ জানুয়ারি মোঃ সাইফুল ইসলাম ভূঞা (হিরা) কে আহবায়ক করে ৭১ সদস্যের কমিটি গঠন করা হয় জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির। এরপর পর্যায়ক্রমে ৯ টি ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। শুরু থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যায়।
সম্প্রতি ০৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি আঃ জলিল মেম্বার পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জালালের কাছে লিখিত অভিযোগ দেয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আব্দুল জলিল মেম্বার ১০ বৎসর যাবৎ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তিনি ক্যান্সারে আক্রান্ত অবস্থায় পাকুন্দিয়ার সকল আন্দোলন সংগ্রাম সংঘর্ষে দলের কর্মীদের সঙ্গে উপস্থিত থেকেছেন। দলের ডাকে ঢাকা, ময়মনসিংহের মহা সমাবেশ, কিশোরগঞ্জ সদরের সকল প্রোগ্রাম সহ ভৈরবের রোড মার্চে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি মৃত্যুপথযাত্রী। তিনি ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন। বিষয়টি সাইফুল ইসলাম ভূঞা (হিরা) অবগতও ছিলেন।
গত ০৪ অক্টোবর অসুস্থ্য আবদুল জলিল মেম্বারকে বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জালাল দেখতে যান এবং সেখানে হিরার বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ করেছেন। দলের ত্যাগী মৃত্যু পথযাত্রীর মানসিক শান্তির বিষয়টি দেখা দলের দায়িত্ব। এ অবস্থায় জাঙ্গালিয়া ইউনিয়ন বি.এন.পির বর্তমান কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হইল এবং ০৮নং ওয়ার্ড বি.এন.পির সভাপতি আঃ জলিল মেম্বারের কমিটি পূর্ণর্বহাল করা হইল।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, অভিযোগের বিষয়গুলি তদন্ত করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাঙ্গালিয়া ইউনিয়ন বি.এন.পির কার্যক্রম স্থগিত থাকিবে।




