কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এখলাস উদ্দিন (২২) নামের এক ফিড ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বড় আজলদী নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে ও সুখিয়া বাজারের ফিড ব্যবসায়ী।
জানা যায়, দুপুরে নিজের মাছ চাষ করার পুকুরে পানি দিতে যায় এখলাস উদ্দিন। সেখানে পানির পাম্প চালু দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে আশেপাশের লোকতজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




