পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

আলোকিত পাকুন্দিয়ার তরুণ উদ্যোক্তা সম্মাননা পেল নাদিম শিকদার

 




জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘আলোকিত পাকুন্দিয়া’র তরুণ উদ্যোক্তা সম্মাননা পেয়েছে শিকদার ফ্রেশ ফুড এর পরিচালক মাওলানা নাদিম শিকদার। গত শুক্রবার বিকেলে পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরীতে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা তুলে দেয়া হয়। 


সংগঠনটির মোডারেটর মুকছুদুল হাসান হৃদয়ের সভাপতিত্বে এবং এডমিন খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পাকুন্দিয়া প্রতিদিনের সম্পাদক আবুল খায়ের আল হাসনাত, টোন মি নন ওভেন টেক ইন্ডাস্ট্রি লিমিটেডের ডিরেক্টর জহিরুল ইসলাম ভাবন, অনার্স মাষ্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের উপদেষ্টা জালাল মোহাম্মদ গাউসসহ আলোকিত পাকুন্দিয়ার এডমিন মোডারেটর ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।



এ বিষয়ে শিকদার ফ্রেশ ফুডের পরিচালক নাদিম শিকদার পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, ‘এই সম্মাননা আমাকে শুধু অনুপ্রাণিত করেনি, বরং ভবিষ্যতে আরও সততার সাথে ব্যবসা করার উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছে। আপনাদের ভালোবাসা, সহযোগিতাই এগিয়ে যাওয়ার শক্তি।’


অনুষ্ঠানে আলোকিত পাকুন্দিয়া ব্লাড ডোনার সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন সংগঠনটির এডমিন শাহিন আলম জয়। 

Post a Comment

Previous Post Next Post