সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো: কাউসার (২০) নামে পাকুন্দিয়ার এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০ টার দিকে সৌদি আরবের আল কাসিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক পাকুন্দিয়া উপেজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের মিয়া চান বেপারী বাড়ির কামরুল ইসলামের ছেলে। কাউসারের মৃত্যুর বিষয়টি পাকুন্দিয়া প্রতিদিনকে নিশ্চিত করেছেন তার ছোট মামা সৌদি প্রবাসী আরমান মিয়া।
তিনি বলেন, নিহত কাউসার সৌদি আরবের আল কাসিমের একটি বলদিয়া ভিসায় কাজে যোগদান করে এবং বোরাইদা এলাকায় থাকতো। সোমবার সকালে কোম্পানির গাড়িতে করে কাজে যাওয়ার সময় হাইড্রোলিকে চাপ লেগে সে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে কাউসারের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শহারিয়া/এসআর/পাপ্র




