আবু হানিফ, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নিজের অটোগাড়ির নিচে চাপা পড়ে মোঃ ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার আদিত্যপাশা এলাকায়।
নিহত ইসমাইল হোসেন দুলাল মিয়ার পুত্র। তিনি হোসেনপুর উপজেলার আসুতিয়া ইউনিয়নের গকুল নগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজস্ব অটোগাড়ির একটি চাকা খুলে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




