বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহাব্বায়ক ও নারান্দী ইউনিয়ন বিএনপির আহাব্বায়ক বোরহান উদ্দিন সরকারের উদ্যোগ আগরপাট্টা বাইতুল নূর নূরানী ইয়াতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এ কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বাইতুল নূর নূরানী ইয়াতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন এবং তাদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, দেশের কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় নারান্দী ইউনিয়ন ছাত্রলের সভাপতি ইজাজুল হক ইমন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন সাগর, নারান্দী ইউনিয়ন জাসাস সভাপতি রোমান মিয়া, ছাত্রদল নেতা সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




