পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

মনোহরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পাকুন্দিয়ার স্কুলছাত্র নিহত

 



নরসিংদীর মনোহরদীতে প্রাইভেটকারের ধাক্কায় আমির হামজা (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।


সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকা-মনোহরদী সড়কের চালাকচর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত আমির হামজা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামের এনামুল হকের ছেলে এবং স্থানীয় একটি বেসরকারি স্কুলের ‘কেজি ওয়ান’-এর শিক্ষার্থী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আমির হামজার বাবা একটি বেসরকারি কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করার কারণে সপরিবারে উপজেলার চালাকচর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে আমির হামজা স্কুলের জন্য প্রস্তুত হয়ে বাসা থেকে বের হয়। চেঙ্গাইন এলাকার জাবালে নুর জামে মসজিদের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ও অজ্ঞাতনামা চালাকচরগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কায় আমির হামজা ছিটকে রাস্তায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


মনোহরদী থানার সহকারী উপপরিদর্শক (এসআই) শহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান আছে।

Post a Comment

Previous Post Next Post