কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) উপজেলার ছোট আজলদী মিয়া বাড়িতে মালয়শিয়া প্রবাসী পাকুন্দিয়া উপজেলা যুবদল নেতা ইমদাদুল হোসেন রুবেল এর সহযোগিতায় এ দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নারান্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক বোরহান উদ্দিন সরকারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সদস্য, মোজাম্মেল হোসেন বিপুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিনের স্ত্রী সৈয়দা চায়না জালাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামছুর নাহার আপেল, রাজিয়া খানম, এডভোকেট মাহবুবা জান্নাত মুমু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তুফা কামাল জুয়েল, নারান্দী ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ইজাজুল হোসেন ইমন, বিএনপি নেতা এডভোকেট আসাদ রেজা, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা সাগর, জাসাস নেতা রোমান, বিএনপি নেতা বসির, যুবদল নেতা নাজমুল হক ডালিম, ইয়াসিনসহ আরো অনেকেই।
দোয়া ও আলোচনা সভায় আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাভোকেট জালাল উদ্দিনকে জয়যুক্ত করতে আহবান জানানো হয়।




