পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের জেল



কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও শান্তিভঙ্গ করায় আল আমিন (২৬) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের বজলুল হকের ছেলে।


জানা গেছে, ওই যুবক ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি বিভাগে ভর্তি হওয়ার কিছুদিন পর মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর থেকে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। প্রায়ই তিনি মাদক সেবন করে পরিবার ও এলাকার লোকজনের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেন। এতে পারিবারিক-সামাজিক শান্তিভঙ্গ হয়। ছেলের এমন কাণ্ডে অতিষ্ঠ হয়ে বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ওই যুবকের বাড়িতে পুলিশ নিয়ে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। এ সময় ওই যুবককে মাদকাসক্ত

অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে মাদক সেবনের কথা স্বীকার করেন।


পাকুন্দিয়ার এসিল্যাণ্ড রিফাত জাহান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্যটি নিশ্চিত করেছেন।


সূত্র: বাংলাদেশ গার্ডিয়ান

Post a Comment

Previous Post Next Post