পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ার তিন সামাজিক সংগঠনের উদ্যেগে মির্জাপুর চরে আনন্দ ভ্রমণ




জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘আলোকিত পাকুন্দিয়া’, অনলাইন নিউজ পোর্টাল ‘পাকুন্দিয়া প্রতিদিন’ এবং সামাজিক সংগঠন ‘প্রয়াস’-এর যৌথ উদ্যোগে একটি দিনব্যাপী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর'২৫) মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা মির্জাপুর চরে এ আয়োজন সম্পন্ন হয়। 


অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবারের পাশাপাশি ছিল নানা বিনোদনমূলক খেলা ও প্রতিযোগিতা। ফুটবল খেলা, পাতিল ভাঙা, ধরী টানসহ নানা ঐতিহ্যবাহী খেলাধুলায় অংশ নিয়ে ভ্রমণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয় প্রকৃতি ও আড্ডার সঙ্গে মিশে আনন্দঘন এ আয়োজন ছিল উৎসবমুখর। 


অনুষ্ঠানে পাকুন্দিয়া প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আবুল খায়ের মো. আল হাসানাত, টন মি নন ওভেন টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর জহিরুল ইসলাম ভাবন এবং আয়োজক সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং এটি সমাজের তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের সেতুবন্ধনকে দৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের পরিকল্পনার কথাও তারা জানান।

Post a Comment

Previous Post Next Post