সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরহাদ হাসান সানী (৪৫) নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।
রবিবার (০৫ অক্টোবর) দুপুরে নিহতের ছোট ভাই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সার্জন ডা. মো. দ্বীন ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাবুক শহরের প্রিন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফরহাদ হাসান সানী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের মরহুম দুলাল মিয়ার ছেলে।
নিহতের চাচাত ভাই মেহেদী হাসান রাকিব জানান, শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৯টার দিকে ফরহাদ হাসান সানী ও তার ছোট ভাই রিটনসহ আরও একজন কোম্পানির ডিউটি শেষ করে প্রাইভেটকার চালিয়ে বাসায় ফিরছিলেন। হঠাৎ রাস্তার মাঝখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সাথে সজোরে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়েমুচকে যায়। এতে ফরহাদ হাসান সানী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহরের প্রিন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের ছোট ভাই ডা. মো. দ্বীন ইসলাম মিঠু বলেন, ‘আমার বড় ভাই দীর্ঘ ২২ বছর যাবত সৌদি আরবে থাকতেন। আমার মা-বাবা বেঁচে নেই। আমাদের পরিবারে তিনিই বড় ছিলেন। দুতাবাসে যোগাযোগ করে তার লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।’